নাসরীন জামান

  ০৬ আগস্ট, ২০২২

শ্রাবণের কাব্যকথা

শ্রাবণের ঘনঘটা কত কথা বলে

কালো মুখে মেঘরাজি কোথা উড়ে চলে?

ক্ষণে ক্ষণে গুড়ুগুড়ু দেওয়া ডাকে দূরে

কালো কাক জোড়া বেঁধে চলে যায় উড়ে।

তারপর ঝরঝর ঝরে মেঘবারি

সবুজাভ তরু যেন পরে ভেজা শাড়ি।

দো-পাটির ফুলকলি হাসে লাল ঠোঁটে

কদমের ভালোবাসা দল মেলে ছোটে।

জল ভরা পুকুরের বুক ভরা সুখে

কোন বউ ডুব দেয় লাজ রাঙা মুখে?

দারকিনি পুঁটিদের রুপোলি সে ঝাঁকে

জেলে ভাই জাল ফেলে ঘাঘটের বাঁকে।

শ্রাবণের ভাষা যত জল হয়ে ঝরে

নদী-নালা সেই জল বুক পেতে ধরে।

ঝরঝর ঝরে মেঘ ঘন বরিষনে

শ্রাবণের ব্যথাভার বোঝে কোন জনে?

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close