কবির কাঞ্চন

  ০৬ আগস্ট, ২০২২

চাঁদ মাখানো গয়না

চাঁদ মামাকে দিলাম আড়ি

কাছে কেন নেয় না

আম্মুকে সে আগ বাড়িয়ে

দাওয়াত কেন দেয় না।

মামার দেশের গল্প আমায়

আম্মু কেন কয় না

চাঁদ মামার ওই হাসি দেখে

মনটা ঘরে রয় না।

ইচ্ছে করে মামার কাছে

ধরি কত বায়না

মামার দেশের গয়না ছাড়া

আর কিছু তো চাই না।

গলায় পরে ঘুরব যখন

চাঁদ মাখানো গয়না

চন্দ্রবাসী বলবে তখন

পরীর মেয়ে ময়না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close