মো. রতন ইসলাম

  ০২ জুলাই, ২০২২

রাক্ষসী বন্যা

রাক্ষসী এক বন্যা এলো সব নিল তার পেটে

বিকট ব্যথার গুমোট কান্না বুক যেন যায় ফেটে!

উথাল নদী পাথাল সাগর ওদের চেয়েও ক্ষেপা

যাচ্ছে সব বিনাশ করে যায় যেদিকে যে পা!

চালের ওপর উঠছে পানি ফসল জলের তলে

হাঁস-মুরগি, গরু-ছাগল ভাসছে অথই জলে!

মানুষ যেন জলজপ্রাণী খোলশে-ট্যাংরা-পুঁটি,

কষ্টের কাছে হচ্ছে শিকার ক্ষণেই একটি-দুটি!

নিদ্রা ওদের খড়কুটো আজ স্বস্তি ঝরাপাতা

অন্নহারা ক্ষুধার কাছে দুঃখে নুয়ায় মাথা!

বন্যারে তুই কালনাগিনী এই কথা কি ভুলুম

আর কত দিন এমনি করে করে যাবি জুলুম?

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close