সুপান্থ মিজান

  ০২ জুলাই, ২০২২

পদ্মা পাড়ের ছেলে

পদ্মা পাড়ের ছেলে আমি পদ্মা পাড়ের ছেলে

একটি দৌড়ে ঢাকা যেতাম পদ্মা সেতু পেলে

কর্ম করে ঢাকা শহর কামাই করব টাকা

সেই টাকাতে ঘুরে যাবে উন্নয়নের চাকা।

ভাইয়ের জন্য জামা কিনব বাবারতো পাঞ্জাবি

এর চেয়ে আর বেশি কিছু নেইতো তাদের দাবি

দিদির জন্য ফিতা চুড়ি, মায়ের জন্য শাড়ি

কেনাকাটার শেষে আমি ফিরে আসব বাড়ি।

যাতায়াতে ভয়ভীতি নেই, নেইতো কোনো কষ্ট

ফেরিঘাটে বসে থাকায় না হয় সময় নষ্ট

অবশেষে নিজের টাকায় পেলাম পদ্মা সেতু

দূর হলো সব উন্নয়নে পিছিয়ে যাওয়ার হেতু।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close