আবদুল লতিফ

  ১৮ জুন, ২০২২

মানুষ হতে চাই

চাই না বড় কবি হতে

হতে মহাজ্ঞানী

মানবসমাজ দূরে রেখে

চাই না হতে ধ্যানী।

চাই না হীরা-মণি-মুক্তা

চাই না সোনার খনি

চাই না হতে ধরার বুকে

অনেক বেশি ধনী।

সিংহাসনে বসে হতে

চাই না মহারাজ

চাই না পেতে নিজের মাথায়

দামি সোনার তাজ।

হন্যে হয়ে খুঁজি কেবল

মানুষ হওয়ার যন্ত্র

কারো জানা থাকলে দিও

মানুষ হওয়ার মন্ত্র।

সবার চেয়ে মানুষ দামি

তার চেয়ে দামি নাই

তাই তো আমি সত্যিকারের

মানুষ হতে চাই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close