জহিরুল কায়সার তালুকদার

  ১৮ জুন, ২০২২

অপরূপ

ঝাঁকে ঝাঁকে মারে জাল

ভরে যায় শূন্য খাল,

ট্যাংরা-পুঁটির লাফালাফি

দাদু মিয়া ভরেন ঝাঁপি।

আকাশ কোলে মেঘ ভাসে

তার আড়ালে সূর্য হাসে,

ক্ষণে ক্ষণে বৃষ্টি আসে

কাঁচা পথের দূর্বাঘাসে।

বিলের জলে ভাসিয়ে ভেলা

সবাই মিলে করছে খেলা,

শাপলা-শালুক নিচ্ছে বেঁধে

বিলের পানি উঠছে কেঁদে।

জাল নিয়ে ছুটছে জেলে

বকের ডানা দিচ্ছে মেলে,

খেয়ার মাঝি ডাকছে দূরে

রবির আলো আসছে ফুঁড়ে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close