দ্বীন মোহাম্মাদ দুখু

  ২১ মে, ২০২২

রেলগাড়ি

সাপের মতো এঁকেবেঁকে

ছুটছে ওই রেলগাড়ি

পিছে ফেলে মাঠ আর নদী

যাচ্ছে রেল কার বাড়ি?

ঝকঝকা ঝক সাইরেনে রেল

ছুটছে হাওয়ায় বেগে

বেগ দেখে ঢের কানাকানি

হয় যে মেঘে মেঘে।

শালিক-পেঁচা মিটিং করে

যাবে রেলের আগে

ছড়িয়ে দেবে শিস ধ্বনি

ফুল পাতাদের বাগে।

রেলের পথে আঁধার নামে

ঝিঁঝিঁ পোকা হাসে

আলো জ্বেলে জোনাকিরা

ছুটে পাশে পাশে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close