সোমা মুৎসুদ্দী

  ২১ মে, ২০২২

জ্যৈষ্ঠ মাস

জ্যৈষ্ঠ মাসে ফলের রসে

মুখটা রঙিন হয়।

পাকা ফলের ঘ্রাণ দেখো

মধুর সুভাস বয়।

দাদি খাবে টসটসে আম

কাঁঠাল খাবে খুকি।

খোকা দেখো জাম গাছেতে

মারছে উঁকিঝুঁকি।

মায়ের প্রিয় তরমুজ আর

বাবার আনারস।

জ্যৈষ্ঠ মাসে ফলের রসে

সবাই হলো বশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close