জহিরুল কায়সার তালুকদার

  ২১ মে, ২০২২

মন

মন চলেছে ঝকঝকাঝক

মন চলেছে আজ,

মন উড়েছে দক্ষিণ গাঁয়ে

মন হেরেছে লাজ।

মন হয়েছে ফকফকাফক

মন ভুলেছে আড়ি,

মন হেসেছে ফুলের সনে

মন ছুটেছে বাড়ি।

মন নেচেছে ঠকঠকাঠক

মন তুলেছে পাল,

মন খেলেছে কলমি ফুলে

মন ধরেছে হাল।

মন ভেসেছে শনশনাশন

মন খেয়েছে পান,

মন চলেছে মনের বাড়ি

মন গেয়েছে গান।

মন দুলেছে ধকধকাধক

মন করেছে ছল,

মন মজেছে মনের প্রেমে

মন ছুঁয়েছে জল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close