রফিকুল নাজিম

  ১৪ মে, ২০২২

বৈশাখী ঝড়

ঈশান কোণে মেঘ জমেছে

গুড়ুম গুড়ুম ডাক

দৈত্যের মতো দাঁত খিঁচিয়ে

হাওয়ার ঘূর্ণিপাক।

ঝড়ো হাওয়ায় কাঁপছে শাখা

কাঁপছে ছোট্ট ঘর

সাপের মতো ফোঁস ফোঁসিয়ে

উঠছে পাগলা ঝড়।

চাষির মনে শঙ্কা জাগে

ফসলের মাঠ দেখে

অকাল বানে তলায় যদি

কপাল কাঁদায় মেখে।

ক্ষুধা পেটে ঋণের বোঝা

কেমনে যাবে বয়ে

এভাবেই দিন কেটে যায়

হাজার দুঃখ সয়ে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close