জাকির আজাদ

  ১৪ মে, ২০২২

জোহার রান্না

জোহা এখন রাঁধতে পারে

রীতিমতো কুক,

পেঁয়াজ কুঁচি করতে যেয়ে

লাল হয় না চোখণ্ডমুখ।

জোহার রান্না খেতে নাকি

খুব সুস্বাদু সুখ,

রান্নার জন্য তাকে নাকি

করতে আসবে বুক।

কুটতে পারে নিখুঁত করে

সবজি ও ফলমূল,

বাটনা বাটতে হয় না কষ্ট

নাইরে বাটনার তুল।

রান্নার সময় হয় না অস্থির

দেয় মনোযোগ ফুল,

মাঝে মাঝে শুধু লবণ

দিতে করে ভুল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close