মাহমুদুল হাসান মুন্না

  ২৯ জানুয়ারি, ২০২২

ঋতুর ছড়া

গ্রীষ্ম মিয়া বেজায় গরম

কিছুতেই হয় না নরম

কেবল ওঠে দোলে,

বর্ষা আপু ঝুমুর ঝুমুর

ঘুমায় মেঘের কোলে।

শরৎ রানী নীল গগনে

নদীর কূলে কাশের বনে

শুভ্র চাদর আঁকে,

হেমন্ত তাই সোনাবরণ

ধানের ক্ষেতে থাকে।

বসন্তরাজ ফুলের দেশে

সুবাস বিলায় হেসে হেসে

কোকিল কুহু ডাকে,

দুষ্ট শীতের দুধ কুয়াশা

ঘিরে জগৎটাকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close