আনোয়ারুল হক নোমান

  ২৯ জানুয়ারি, ২০২২

রিজিক দাতা

বিশ্ব জাহান সৃষ্টি তোমার

তুমি পাগল কারী,

জীবন-মারণ তোমার তরে

তোমায় সদা স্মরি।

করুণা করে মোদের তরে

নিত্য দিনের আহার

তৈরি কর মাঠের বুকে

শস্য শ্যামল বাহার।

বাগ বাগিচা দাও সাজিয়ে

নানান ফুল আর ফলে,

তৃষ্ণা মিটাও পিপাসাতে

স্বচ্ছ পানি জলে।

বদন খানি মলিন হয়

থাকলে অনাহারে

উদর ভরে পায় রিজিক

রই না অনাদরে।

মহান প্রভু প্রাণীর ভোগে

সৃজে জঠর প্রথা

ভুবন মাঝে সকল জীবে

তিনি রিজিক দাতা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close