রুহুল আমিন রাকিব

  ২৯ জানুয়ারি, ২০২২

রাশেদের হাতঘড়ি

রাশেদের আম্মু তন্ন তন্ন করে সোকেসের সব জাগায় খোঁজ করার পরেও কোথাও পেল না রাশেদের হাতঘড়িটি। তার রুমেও নেই। তবে ঘড়িটি গেল কোথায়? এমন তো না, ঘড়ির পা আছে ইচ্ছে হলে অন্য কোথাও চলে যাবে। কিন্তু ঘড়িটি কে নিয়ে গেল? আজ তিন দিন ধরে রাশেদ কান্না করে চলছে। কোনো কিছুতে কান্না থামানো যাচ্ছে না। তার কথা একটাই আমার ঘড়ি এনে দাও। ঘড়ি ছাড়া আমি খাবার খাব না। কারো কথা শুনব না। পড়ালেখাও করব না। রাশেদের আম্মু একটু আগে রুমে এসেছে খাবার হাতে। রাগে গদগদ করতে করতে রাশেদ বলল। তোমাদের ভাত আমি খাব না। আমার ঘড়ি এনে দাও। এ কথা বলে হাত-পা ছুড়ে কান্নার মাত্রা আরো বাড়িয়ে দিলেন। রফিক সাহেব, রাশেদের বাবা। ছেলের জন্য শহর থেকে তিন তিনটে নতুন ঘড়ি কিনে আনল। নাছোড় বান্দা রাশেদ, জানালা দিয়ে সে সব ঘড়ি দূরের কোথাও ছুড়ে মারল। তার একটাই কথা আমি আমার পুরোনো ঘড়িটাই চাই।

রাশেদের বাবা-মা ছেলের এমনটা দেখে ভাবনায় পড়ল। রাশেদের হাতঘড়িটি ওর দাদু বেঁচে থাকতে উপহার দিয়েছিল। সে যখন ক্লাস থ্রিতে পড়ে। ক্লাসে ফাস্টবয় হয়েছিল বলে। সেদিনের পর থেকে হাত ঘড়িটি সব সময় রাশেদ নিজের হাতে পড়ে থাকত। কখনোই হাতছাড়া করত না। রাশেদ ওর দাদুকে ভীষণ ভালোবাসত। আজ থেকে তিন বছর আগে যখন ওর দাদু মারা যায়। তখন রাশেদ খুব কষ্ট পেয়েছিল। দাদুকে ছাড়া রাশেদ এক মুহূর্ত ভাবতে পারে না। খাইতে বসলে, রাতে ঘুমাতে গেলে, দাদুর কথা তার বড্ড বেশি মনে পড়ে। দাদু মারা যাওয়ার কয়েক দিন পর, এক দিন রাতে স্বপ্নে চুপি চুপি ওর কাছে এসেছিল। অনেক গল্প করেছিল। চলে যাওয়ার আগে রাশেদকে বলেছিল আমাকে যখন তোমার খুব মনে পড়বে। তখন আমার দেওয়া হাতঘড়িটি দেখিও। আমাকে খুঁজে পাবে। যখন তোমার মন খারাপ থাকবে, একাকী মনে হবে ঘড়িটি হাতে পরিও। সেদিনের পর থেকে ওই হাতঘড়িটি রাশেদের প্রিয় বন্ধু। দাদুর ছায়া যে মিশে আছে এই ঘড়িতে।

রাশেদের মন আজ খুব খারাপ। আজ প্রায় ছয় দিন হতে চলল। ওর ঘড়িটি কোথাও খুঁজে পাওয়া গেল না। আনমনে জানালার বাইরে তাকিয়ে কী যেন খুঁজে ফিরছিল! হঠাৎ অপরিচিত একটি বিড়ালের গলায় দাদুর দেওয়া হাতঘড়িটি দেখে। চিৎকার করে দৌড়ে রুম থেকে বাইরে চলে আসে। বিড়ালটির কাছে যায়। বিড়ালটিও যেন ওর মালিককে খুঁজে পেল। লেজ নাড়িয়ে ম্যাও ম্যাও শব্দ করে রাশেদের বুকের কাছে লুকায়। ঘড়িটি খুঁজে পেয়ে রাশেদের মন আবার আনন্দে ভরে উঠল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close