reporterঅনলাইন ডেস্ক
  ২২ জানুয়ারি, ২০২২

শীত

সৈয়দ খালেদুল আনোয়ার

শীত শীত শীত

কাঁপাও কেন এ অভাগার

ভাঙা ঘরের ভিত।

কোথায় পাব লেপণ্ডতোশক

কোথায় জ্যাকেট চাদর

পায়ে পড়ি শীত আমারে

একটু কর আদর।

ভাঙা ঘরে বসত যাদের

ভাব কেন শত্রু তাদের

তাদের কানে বাজাও কেন

মৃত্যু-শীতল গীত

ওরে বাবা শীত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close