reporterঅনলাইন ডেস্ক
  ২২ জানুয়ারি, ২০২২

আগুন পোহায়

অপু চৌধুরী

পুকুরপাড়ে ঝোপের ধারে

সন্ধ্যা নেমে এলে

শিশির মাখা মাঘের বিকেল

নাচে পেখম মেলে।

শীতের সাথে রাত হলে পর

কী অপরূপ সাজে

ধোঁয়ার মতো উড়ে শিশির

সাঁঝের ভাঁজে ভাঁজে।

হুক্কাহুয়া গান করে যায়

শেয়াল ঝাঁকে ঝাঁকে

নেড়ি কুকুর সদলবলে

ঘেউ ঘেউ ঘেউ ডাকে।

ঘর ছেড়ে কেউ হয় না বাহির

শীতের আগল ঠেলে

উঠোন মাঝে আগুন পোহায়

খড়ের উনুন জ্বেলে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close