মনসুর হেলাল

  ১৫ জানুয়ারি, ২০২২

ভাবনা

রাত ও দিনে শুধুই ভাবেন

কোনটা ছেড়ে কোনটা খাবেন

ডালের সাথে শজনে ডাঁটা

সিদল পুঁইয়ে মরিচ বাটা

অরুচি নেই কাঁকড়া ভাজায়

সবকিছুতেই তুষ্ট;

কেবল,

একটুখানি কমতি হলে

মেজাজটা হয় রুষ্ট।

মুরগি খাসির ঝাল রেজালা

গরম ঝোলে গরুর নলা

মাংস রুটি কাচ্চি কারি

সকালবেলায় ডিম তেহারি

যদিও আছে ব্লাডপ্রেশার

শুনছি ডায়াবেটিস;

তবু,

চায়ের কাপে ঝড় উঠে না

না পেলে হট প্যাটিস।

হার্টটা নাকি নড়বড়ে খুব

পাঁচটা নাকি ব্লক

শেভ করে না যদি না পায়

ব্লেড সেভেন ও ক্লক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close