reporterঅনলাইন ডেস্ক
  ০৮ জানুয়ারি, ২০২২

মনের কথা পাতার বুকে

মহিউদ্দিন বিন জুবায়েদ

সকাল হলে ভাল্লাগে না থাকতে শুয়ে শুয়ে

মিষ্টি হাওয়া অনুভবে যায় যে ছুঁয়ে ছুঁয়ে।

গাছের ডালে মিষ্টি সুরে নানান পাখি ডাকে

দৃষ্টি তখন সকাল ঘিরে দেশের ছবি আঁকে।

আকাশ থেকে নেমে আসা রবির আলো মেখে

মনের দুঃখ সব কালিমা দিই পকেটে রেখে।

মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি এই পৃথিবীর রূপে

তাইতো ভোরে না ঘুমিয়ে নেই কুড়িয়ে লুফে।

সুবাস আসে নাকের পরে ফুটলে কদম কেয়া

জানালা খুলে চেয়ে দেখি বর্ষাকালের দেয়া।

শুয়ে থাকা ভাল্লাগে না ছুটি ফুলের দিকে

মনের কথা পাতার বুকে আঙুলে দিই লিখে।

এইতো আমার সকালবেলা এইতো জীবনধারা

মন টেনে নেয় নাদুসনুদুস কচি লাউয়ের চারা।

দাঁড়াই গিয়ে উঠোন কোণে নরম পায়ে নিজে

শিশিরকণায় শীতের দিনে দুটি পা-ই ভিজে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close