মো. বুলবুল হোসেন

  ২৩ অক্টোবর, ২০২১

চাঁদের বুড়ি

মায়ের কাছে বায়না ধরে

যাবে খোকা চাঁদে,

চাঁদের বুড়ি খোকার লাগি

বুক ফুলিয়ে কাঁদে।

চাঁদের বুড়ি শাড়ি বুনে

রঙিন সুতা বাসায়,

আসবে খোকা দেখবে শাড়ি

বসে থাকে আশায়।

একটা কিছু করো মাগো

যেতে পারি চাঁদে,

এত সুন্দর চাঁদটা দেখতে

মনটা শুধু কাঁদে।

ধৈর্য ধরো যাবে তুমি

চাঁদের বুড়ির কাছে,

কেমনে থাকবে আমায় ছেড়ে

আমার কেবা আছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close