মিনহাজ উদ্দীন শরীফ

  ২৫ সেপ্টেম্বর, ২০২১

ছোট্ট খোকা

ছোট্ট খোকা অঙ্কে কাঁচা

মা বলে রোজ তাই;

খোকা বলে দেখতে চাও মা

অঙ্কেই বেশি পাই।

দুইটি পাখি তিনটি ফুলে

যোগে হবে পাঁচ;

নদীর ঘাটে গিয়ে দেখে

আরো চারটি মাছ।

এবার খোকা অঙ্ক কষে

পাঁচ আর চার নয়;

নয় থেকে মা তিন কাটিলে

বাকি থাকে ছয়।

কেটে দিলো আরো তিনটি

রইলো আরো তিন;

আজকে খোকার অঙ্ক করে

কাটলো সারাদিন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close