শাহিন স্বপন

  ২৫ সেপ্টেম্বর, ২০২১

আদর্শ খুকি

আজ ভোরে ছোট খুকি ঘুম থেকে ওঠে,

বই নিয়ে তাড়াতাড়ি যায় ঘরে ছুটে।

বাবু স্যার না-কি তাকে পড়া দিছে মেলা,

তাই আজ বাদ গেছে তার সব খেলা।

হাতমুখ ধুয়ে খুকি শুরু করে পড়া,

তা না হলে ক্লাসে গিয়ে সাজা কান ধরা।

পড়ালেখা শেষ করে সব ঠিকমতো,

ব্যাগে নিলো বই-খাতা যেথা ছিল যত।

তাড়াহুড়ো করে খুকি হাতঘড়ি দেখে,

টিফিনের বাটি আজ গেছে ভুলে রেখে।

ক্লাসের সব পড়া দিয়ে খুশি খুকি,

সখী হলো মিনা, শিখা আর হলো সুকি।

টিফিনের সময়তে খুব খুশি মনে,

একসাথে মিলেমিশে খায় চারজনে।

এভাবেই ছোট খুকি আজ ওঠে বেড়ে,

প্রিয়দিন ছেলেবেলা, শৈশব ছেড়ে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close