শেখ এ কে এম জাকারিয়া

  ১৮ সেপ্টেম্বর, ২০২১

শরৎ মানে

শরৎ মানে খুব সকালে

শিশিরভেজা ঘাস,

শরৎ মানে শান্ত নদী

সাঁতার কাটা হাঁস।

শরৎ মানে কাশের শোভা

সোনা রোদের চিক,

শরৎ মানে শাপলা শালুক

আনন্দ ঝিকমিক।

শরৎ মানে জ্যোৎস্না রাতে

রাখাল বাঁশির সুর,

শরৎ মানে গাছের পাতায়

সোনালি রোদ্দুর।

শরৎ মানে শিউলি মেয়ের

চুমকি জরির সাজ,

শরৎ মানে শিশুর মনে

রূপের কারুকাজ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close