জসীম উদ্দীন মুহম্মদ

  ১৮ সেপ্টেম্বর, ২০২১

মেঘ পরী ও খোকা

মেঘ পাহাড়ে চড়বে খোকায়

বৃষ্টি কি আর মানবে ছাতায়

কী যে করবে পায় না ভেবে

এদিক সেদিক হাঁটছে তবে।

একলা খোকা যাবে না সেথা

ফুল পরী, নীল পরী বলছে হেথা

মেঘ পরীর মাথায় বুদ্ধি জবর

সে আনতে পারে সবার খবর!

ফুল বাগানে ঘুরছে খোকা একা

পায় হঠাৎ যদি মেঘ পরীর দেখা

তখন বুদ্ধি শুদ্ধি করবে ধার

তবেই মেঘ পাহাড়ে পগারপার!

মেঘ পরীটা নয় যে এত সোজা

পিঠটা তার একটু খানি খোঁজা

হঠাৎ একটা গোলাপের পরে

মেঘপরীটা এসে বসল ওড়ে!

বলল, এই যে খোকা বীর প্রতিক

মেঘ পাহাড়ে যাবে তো সঠিক

বলল খোকায়, ফুলিয়ে চিবুক

হুম.. মেঘের দেশে কত না সুখ!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close