বাসু দেব নাথ

  ১১ সেপ্টেম্বর, ২০২১

ঋতুবদল

এক ঋতু আসে তো

এক ঋতু যায়

দু-মাসের বেশি কেউ

পায় না তো সায়।

গ্রীষ্মের পরে আসে

বর্ষার কাল

এই রোদে শুকালো তো

এই ডুবে খাল।

হেমন্ত আসে ঠিক

শরতের পরে

সোনালি ফসল ফলে

মাঠ যায় ভরে।

এরপর আসে শীত

কুয়াশার ঝাঁক

বসন্ত শেষে ফের

বৈশাখের ডাক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close