শরীফ সাথী

  ১১ সেপ্টেম্বর, ২০২১

হেমন্তকাল এলে দেখি

হেমন্তকাল এলেই দেখি,

রোজ সকালে আমি এ কি!

সবুজ ভূমির দূর্বাঘাসে,

মিষ্টি শিশির কণা হাসে।

লতাপাতার কোলে কাছে,

পেখম মেলে ফড়িং নাচে।

নদীর তীরে কাশের বনে,

দোলে সুখে আপন মনে।

বৃক্ষ বাসায় পাখি ডাকে,

রবির আলো ছবি আঁকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close