জাহাঙ্গীর আলম

  ১১ সেপ্টেম্বর, ২০২১

রূপসী এই দেশ

রূপসী এই বাংলাদেশটি

যেন ছড়ার দেশ,

লাল সবুজের নিশান ভাসে

রূপের নেইকো শেষ।

পশুপাখি সবুজ বনে

খুঁজে বেড়ায় সুখ,

নদীমাতৃক দেশটি পেয়ে

নেই যে কারো দুঃখ।

এমন দেশে জন্ম নিয়ে

ছড়ায় কাটছে দিন,

খালে-বিলে শাপলা ফোটে

বাজাই সুখের বীণ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close