জুনাইদ বিন মুহিব

  ২৩ জানুয়ারি, ২০২১

শীত সকালও হাসে

সাতসকালে কুয়াশা আর

শিশিরভেজা ঘাসে,

রবি চুমের মিষ্টি আলোয়

শীত সকালও হাসে।

কোয়াশা ঘোর সকাল দুপুর

ঝাপসা দেখি চোখে,

শীত পোশাকে লেপতোশকে

জড়িয়ে সব লোকে।

নদ-নদী আর খালও বিলের

জল শুকিয়ে কমে,

কুটুমপাখির আসা-যাওয়া

হয় যে দমে দমে।

পিঠাপুলির স্বাদ আমেজে

উল্লাসী সব গ্রামে,

খেজুররস আর নলেনগুড়ে

চলে অবিরামে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close