আবদুস সামাদ আজিজ

  ১৬ জানুয়ারি, ২০২১

শীত ঋতু

হিম কুয়াশার চাদর ছিঁড়ে

রবির আলো আসে

সেই আলোতে শিশির হাসে

সবুজ তাজা ঘাসে।

উত্তরের ওই শীতল হাওয়া

বইতে থাকে ধীরে

পাখপাখালি কাঁপতে থাকে

খড়কুটোর ওই নীড়ে।

গাঁয়ের পথে পথিক হাটে

চাদর মুড়ি দিয়ে

পৌষ, মাঘ মাস আসে যখন

শীত ঋতুটা নিয়ে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close