শামছুন নাহার

  ০৯ জানুয়ারি, ২০২১

ছড়াকবিতা

বাউত উৎসব!

শীতের বেলায় পৌষ মাঘ মাসে

বাউতের মেলা বসে,

বড় বড় বিলে, রহুল, চলন, ঝিলে

বিলে এসব উৎসব বসে।

তার আগে হাটে বাটে ঢোল পিটিয়ে

জানিয়ে দেয় দিনক্ষণ,

নির্দিষ্ট দিনে বাউতেরা মাছ ধরতে

বিল পানে ছোটে বিলক্ষণ।

সবার হাতে থাকে পলো, কোমরে

থাকে হালি পড়ানো দড়ি,

উৎসবের আমেজে সবাই বিলের

পানে ছোটে তড়িঘড়ি।

হার কাঁপানো শীত উপেক্ষা করে,

ছুটে যায় মাছ ধরার নেশায়।

হিমশীতল ঠা-া পানিতে নেমে পড়ে

ধ্বনি দিয়ে সেথায়।

ঝপাং ঝপাং পলোর পানির শব্দে

জলতরঙ্গ নূপুর বাজে,

মাছ ধরা পড়লে চোখে-মুখে উল্লাস

আনন্দ মেখে সেজে।

মনের আনন্দে বাড়ি ফেরে তারা

পলোর মধ্যে মাছ নিয়ে,

বাংলার চিরায়ত উৎসব, বিলে পলো

নামা, সে যুগ এ-যুগে মিলে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close