reporterঅনলাইন ডেস্ক
  ১০ অক্টোবর, ২০২০

আমার বাংলাদেশ

জয়নব জোনাকি

রোজ সকালে মিনার হতে

আজান আসে ভেসে,

পাখির ডাকে ঘুম ভেঙে যায়

সূর্য উঠে হেসে।

জারিসারি ভাটিয়ালি

কত গানের সুরে

উদাসী মন এলোমেলো

হারায় অচিনপুরে

সরিষা ফুলের হলুদ হিয়া

মিষ্টি হাওয়ায় দোলে,

ঊর্মিমালা দোল খেলে যায়

নিল-সাগরের কোলে।

সোনালি ওই সূর্য হাসে

আকাশের ছাদের তলে

মায়াবি চাঁদ জোছনা ঢালে

শান্ত নদীর জলে।

সবুজ দেশের বীর সেনারা

ঘুমায় বীরের বেশে

লাল সবুজের নিশান ওড়ে

আমার বাংলাদেশে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close