reporterঅনলাইন ডেস্ক
  ১০ অক্টোবর, ২০২০

মাকে খুঁজি

শারমিন সুলতানা রীনা

যখন আমার দুচোখ জুড়ে

বৃষ্টি করে খেলা

একটি মুখর স্মৃতি মনে

ভাসছে সারাবেলা

সেই স্মৃতিটা নয়তো কারো

মুখটি আমার মায়ের

হাজার রকম স্মৃতি আছে

শ্যামল সবুজ গাঁয়ের।

তাকাই তখন দূর আকাশে

নীলে নীলাম্বরী

সাতটি রঙের রামধনুটা

মেঘে ভাসা তরী।

সেই তরীটা পাড়ি দিয়ে

মায়ের কাছে যাব

আচ্ছা বলো সত্যি আমি

মায়ের দেখা পাবো?

এক সকালে ঘুম ভেঙে আর

পাইনি মায়ের দেখা

মাকে আমি খুঁজে বেড়াই

আজো একা একা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close