reporterঅনলাইন ডেস্ক
  ২৬ সেপ্টেম্বর, ২০২০

রূপ বাহারি শরৎ

আহমাদ সোলায়মান

শরৎ হলো রূপের রানি

বর্ষা শেষে আসে

এই ঋতুতে নীল আকাশে

মেঘের ভেলা ভাসে।

মেঘের ভেলার ফাঁকে ফাঁকে

তপ্ত রোদও ওঠে

এই ঋতুতে পাখির সারি

দল বেঁধে সব ছোটে।

মেঘ ও রোদের লুকোচুরি

সারা বেলা চলে

সাদা বকের দল দেখা যায়

হাওর, বিলের জলে।

শিউলি, ছাতিম, হিমঝুরি ফুল

এই ঋতুতে ফোটে

নদীর স্রোতের সঙ্গে টোটে

কাসফুলে যায় ছোটে।

রাতের বেলায় অন্ধকারে

জোনাকিদের খেলা

সঙ্গে আরো আসর সাজায়

লক্ষ তারার মেলা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close