reporterঅনলাইন ডেস্ক
  ২৬ সেপ্টেম্বর, ২০২০

জোনাকিদের কাছে

আবদুস সামাদ আজিজ

সেদিন রাতে গিয়েছিলাম বাঁশবাগানের তলে

যেথায় হাজার জোনাক পোকা মিটিমিটি জ্বলে।

গিয়েছিলাম একা একা রাত ১০টার পর

ভয়ের চোটে বুকটা আমার কাঁপছিল থরথর।

আমায় দেখে জোনাকিরা মুচকি হেসে কয়

‘আমরা আছি, খোকা তুমি পেয়ো নাকো ভয়।’

জোনাকিদের কথা শুনে সাহস পেলাম বুকে

সুখের হাসি উঠল ফোটে ভয়ার্ত এই মুখে।

ঠিক তখনই এক জোনাকি বলল আমার কাছে

দেখবে খোকা? জোনাকিরা কীভাবে যে নাচে!

‘নেচে দেখাও’ বলি আমি উচ্ছ্বসিত হয়ে

এমন নাচন দেখাল, দাগ কাটল এ হৃদয়ে।

জ্বলল আমার আশপাশে মিটিমিটি তারা,

বাঁশবাগানে নামল যেন দূর আকাশের তারা।

মুহূর্তটা কাটল দারুণ জোনাকিদের ঘিরে

মুগ্ধ হয়ে অবশেষে ঘরে এলাম ফিরে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close