reporterঅনলাইন ডেস্ক
  ২৬ সেপ্টেম্বর, ২০২০

মেঘ

সুফিয়ান আহমদ চৌধুরী

ওই ছোট্ট মেয়ে মেঘ

দেখো দেখে কী যে,

হাসে মেঘ রাঙা হাসি

দেখে বই নিজে।

বাবা-মায়ের আদরের

কত মিষ্টি মেয়ে,

বই দেখে ছবি দেখে

এক মনে চেয়ে।

ছড়াবই ঝকঝকে

চকচকে বই,

পাতাজুড়ে ছবি ছড়া

দেখে মেঘ ওই।

মেঘ যেন বাবা-মায়ের

ঘর রাঙা করে,

কত খুশি মেঘ নিয়ে

মন আলো করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close