reporterঅনলাইন ডেস্ক
  ১৯ সেপ্টেম্বর, ২০২০

রংধনু রং

বাসুদেব খাস্তগীর

রংধনুতে সাতটি রঙের

কী হয় বলো নাম?

প্রশ্ন শুনে ছাত্রছাত্রীর

মাথায় ঝরে ঘাম।

একটু দাঁড়াও দেখি আমি

উত্তরটা কে পারে?

এমন প্রশ্ন ছুড়ে দিয়ে

তাকায় সুমন স্যারে।

দেখব আমি এই উত্তরটা

কার মুখে হয় বলা

অনিক বলে রংগুলো স্যার

বেনীআসহকলা।

বে দিয়ে হয় বেগুনি রং

নী দিয়ে নীল হয়

আ দিয়ে আসমানি হবে

স-তে সবুজময়।

হ-তে হলুদ ক কমলা

লা দিয়ে হয় লাল

রংধনু রং সাতটি রঙেই

রইবে চিরকাল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close