reporterঅনলাইন ডেস্ক
  ০৮ আগস্ট, ২০২০

বর্ষা

নূর আলম গন্ধী

বর্ষা মানে মেঘলা আকাশ

বৃষ্টি ঝরা দিন

নদীর বুকে ঢেউ ওঠে খুব

রূপ তুলনাহীন।

বর্ষা মানে কদম বনে

আকুল করা ঘ্রাণ

নাও বেয়ে যায় মাঝি-মাল্লা

কণ্ঠে ধরে গান।

বর্ষা মানে জুঁই করবী

শাপলা পদ্মের হাসি

আউশ খেতের পাকা ধানে

খুব যে মাতে চাষি।

বর্ষা মানে কাদা জলে

দস্যি ছেলের খেলা

ব্যাঙ ডাকে যে ঘ্যাঙর ঘ্যাঙ

এমনি কাটে বেলা।

বর্ষা মানে সুখ শুধু কী?

দুখও আনে বেশ

বন্যা প্লাবন নদীভাঙন

স্বপ্ন করে শেষ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close