reporterঅনলাইন ডেস্ক
  ০৮ আগস্ট, ২০২০

এই বর্ষার কালে

জুলফিকার আলী

টাপুর টুপুর বৃষ্টি পড়ে,

ছন্দে ছন্দে সুর, সৃষ্টি করে।

ঝমঝমাঝম টিনের চালে,

বৃষ্টি পড়ে তালে তালে,

কদম-কেয়া গাছের ডালে,

আষাঢ-শ্রাবণের বর্ষাকালে।

খাল-বিল পানিতে ভরে,

ব্যাঙেরা গান করে।

মাছের ঠোঁটে হাসি,

শাপলা-পদ্ম জলে ভাসি।

বর্ষার সৌন্দর্য আনে,

বলছে মাঝি গানে।

সজীবতার ছোঁয়া লাগে;

ফুল ফোটে কুসুম বাগে।

মাছ ধরে মাঝি জালে,

এই বর্ষার কালে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close