
৩১ জানুয়ারি, ২০২৫
ইসলামি প্রশ্নোত্তর

উত্তর দিচ্ছেন : মুফতি আবু বকর সাদি
প্রধান ও প্রিন্সিপাল, মারকাযুল মাআরিফ আল ইসলামিয়া, ঢাকা
মালিশ করার জন্য মদ ব্যবহার করা
জিজ্ঞাসা: শরীরের ওপর মদ ব্যবহার করা বৈধ হবে কি? কেননা অনেকে বলে থাকেন- মদ দ্বারা মালিশ করলে ব্যথা ভালো হয়ে যায়। তাহলে তা ব্যবহারযোগ্য হবে কি?
আহসানুল্লাহ সরকার
আদিতমারী, লালমনিরহাট
জবাব: মদ মালিশ করা জায়েয নেই। শরীরে ব্যথা দূর করার জন্য মদ ছাড়া আরো অনেক অষুধ বিদ্যমান আছে, যার দ্বারা ব্যথা ভালো হওয়া পরীক্ষিত। (ফাতাওয়া আলমগিরি: খণ্ড ১, পৃষ্ঠা ৩৩৫, মেশকাত শরিফ: পৃষ্ঠা ৩৮৮; সুনানে আবু দাউদ: খণ্ড ২, পৃষ্ঠা ৫৪১; ফাতাওয়া মাহমুদিয়া: খণ্ড ২৭, পৃষ্ঠা ২৯১)
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন