মানজুম উমায়ের

  ১০ জানুয়ারি, ২০২৫

কৃতজ্ঞ বান্দাদের জন্য আল্লাহর ঘোষণা

আল্লাহতায়ালা মানবজাতিকে শুধু শ্রেষ্ঠত্বই দেননি, সঙ্গে দিয়েছেন অগণিত নেয়ামত। এর শুকরিয়া যদিও পুরোপুরি আদায় করা সম্ভব নয়। তবু মানুষের কর্তব্য হলো, সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করা, তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা। আল্লাহ বলেন, ‘তোমরা আমাকে স্মরণ করো; আমিও তোমাদের স্মরণ করব। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হয়ো না।’ (সুরা বাকারা, ১৫২)

মহান আল্লাহ শুকরিয়া আদায়কারী ও অনুগত বান্দাদের পছন্দ করেন এবং তাদের জন্য নেয়ামত বাড়িয়ে দেন। পবিত্র কোরআনে আল্লাহতায়ালা বলেন, ‘তোমরা আমার নেয়ামতরাজির কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আমি অবশ্য অবশ্যই তোমাদের জন্য আমার নেয়ামত বাড়িয়ে দেব।’ (সুরা ইবরাহিম, ৭)

বর্ণিত আয়াত মানুষকে শিক্ষা দেয়, ছোট-বড় প্রতিটি নেয়ামতের জন্য আল্লাহর দরবারে সন্তুষ্টচিত্তে কৃতজ্ঞতা জ্ঞাপন করা। উদাহরণস্বরূপ বলা যায়, সুস্থতার জন্য আন্তরিকতার সঙ্গে আলহামদুলিল্লাহ বলা। ধন-সম্পদের জন্যও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সামর্থ্যানুযায়ী সম্পদ আল্লাহর পথে ব্যয় করা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আমার বান্দাদের মধ্যে যারা মুমিন তাদের বলো সালাত কায়েম করতে এবং আমি তাদের যা দিয়েছি তা হতে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করতে, সেই দিন আসার পূর্বে যেদিন ক্রয়-বিক্রয় ও বন্ধুত্ব থাকবে না।’ (সুরা ইবরাহিম, ৩১)

ইসলামের শিক্ষা হলো সুখ-দুঃখ, স্বচ্ছলতা-দারিদ্র্য, সুস্থতা-অসুস্থতা সর্বাবস্থায় শোকরগুজার থাকা উচিত। রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ হলো, ‘আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল’ তথা সর্বাবস্থায় সমস্ত প্রশংসা শুধু আল্লাহর জন্য। অর্থাৎ সুখে-দুঃখে জীবনের ওপর সন্তুষ্ট থাকা। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা। এমন মনোভাব পোষণ করলে কোরআনের বর্ণনা অনুযায়ী আল্লাহতায়ালা তার প্রতি সন্তুষ্ট হবেন এবং নেয়ামত বাড়িয়ে দেবেন।

এক হাদিসে মহানবী (স.) ইরশাদ করেছেন, ‘যখন কোনো বান্দার সন্তান মারা যায়, তখন মহান আল্লাহ (জান কবজকারী) ফেরেশতাদের বলেন, ‘তোমরা আমার বান্দার সন্তানের প্রাণ হরণ করেছো কি? তারা বলেন, হ্যাঁ। তিনি বলেন, তোমরা তার হৃদয়ের ফলকে হনন করেছো? তারা বলেন, ‘হ্যাঁ।’ তিনি বলেন, ‘সেসময় আমার বান্দা কী বলেছে?’ তারা বলেন, ‘সে আপনার হামদ (প্রশংসা) করেছে ও ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন পাঠ করেছে।’ মহান আল্লাহ বলেন, ‘আমার (সন্তানহারা) বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি গৃহ নির্মাণ করো আর তার নাম রাখো ‘বায়তুল হামদ’ (প্রশংসাভবন)।’ (তিরমিজি, ১০২১)

অসুস্থ ব্যক্তির আলহামদুলিল্লাহ বলা সম্পর্কে হাদিসে কুদসিতে মহান আল্লাহ বলেন, ‘যখন আমি আমার মুমিন বান্দাকে রোগাক্রান্ত করি, আর বান্দা সে অবস্থায় আমার প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলে; তবে সে বিছানা থেকে এমনভাবে ওঠে দাঁড়ায়; যেন তার মা তাকে ভূমিষ্টকালে যেমন জন্মদান করেছিল।’ (হাদিসে কুদসি)

অন্যদিকে, আল্লাহর নেয়ামতের শোকরিয়া আদায় না করা পাপের কাজ। এমন কাজ না করতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। এ প্রসঙ্গে আল্লাহতায়ালা ইরশাদ করেন, ‘যদি তোমরা আমার নেয়ামতরাজির অস্বীকার করো, তবে জেনে রাখো নিশ্চয় আমার শাস্তি বড় কঠিন।’ (সুরা ইবরাহিম, ৭)

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close