জমজম পানি পানের আদব
১. শুরুতে বিসমিল্লাহ পড়া।
২. তিন শ্বাসে পানি পান করা।
৩. শ্বাস নেওয়ার সময় পাত্র থেকে মুখ সরিয়ে নেওয়া।
৪. কিবলামুখী হয়ে পান করা। যে তরিকা হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেছেন।
৫. খুব তৃপ্ত সহকারে পান করা।
৬. দুনিয়া ও আখিরাতের সৌকর্য ও সৌন্দর্য লাভের নিয়্যতে পান করা। কেননা জমজমের পানির ব্যাপারে নবীজি (সা.) বলেছেন, ‘জমজম পানি যে উদ্দ্যেশেই পান করা হবে, সেই উদ্দ্যেশই সফল হবে।’
৭. শেষে ‘আলহামদুলিল্লাহ’ বলা। আর যদি প্রতি শ্বাসে ‘আলহামদুলিল্লাহ’ বলা যায়, তবে তো আরো ভালো।
৮. আলহামদুলিল্লাহ বলার পর এ দোয়া পড়া- ‘হে আল্লাহ, আমি তোমার কাছে ফলপ্রসূ ইলম, স্বচ্ছল জীবিকা এবং রোগের নিরাময় কামনা করছি’। এ দোয়া আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত।
৯. ব্যক্তি যদি আগে থেকেই দাঁড়ানো অবস্থায় থাকেন তাহলে দাঁড়িয়েই পান করতে হবে। যেমনিভাবে রাসুলুল্লাহ (সা.) পান করেছেন, আর যদি বসা অবস্থায় থাকেন তাহলে দাঁড়িয়ে পান করতে অস্বস্তিবোধ না করা উচিৎ। কেননা আদব এমনটিই।
* শেখ শরিফ হাসানাত
"