reporterঅনলাইন ডেস্ক
  ০৬ ডিসেম্বর, ২০২৪

ইসলামি প্রশ্নোত্তর

উত্তর দিচ্ছেন মুফতি আবুবকর সাদী

প্রিন্সিপাল ও প্রধান মুফতি

মারকাযুল মাআরিফ আল ইসলামিয়া, ঢাকা

আবদুল আজিজ, কিশোরগঞ্জ থেকে

প্রশ্ন : শরিয়তের দৃষ্টিতে নারীদের কণ্ঠে কোরআন তেলাওয়াত ও ইসলামি সংগীত শ্রবণ করার বিধান কী?

উত্তর : পুরুষের জন্য গাইরে মাহরাম নারীর কণ্ঠে ইসলামি সংগীত শোনা বৈধ নয়। পুরুষের জন্য গাইরে মাহরাম নারীর কথা প্রয়োজনে শ্রবণ করা বৈধ হলেও এক্ষেত্রে শরিয়তের নির্দেশনা হলো, নারীরা কোমলতা পরিহার করে কথা বলবে। নরম সুরে, আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলা থেকে পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে নিষেধ করা হয়েছে। (দেখুন, সুরা আহজাব, আয়াত ৩২)

বর্তমানে যেকোনো সংগীতই আকর্ষণীয় ভঙ্গিতে উপস্থাপন করা হয়ে থাকে এবং এগুলো শ্রবণ করা প্রয়োজনীয় কোনো বিষয়ও নয়। তাই গাইরে মাহরাম নারীদের কণ্ঠে এ ধরনের সংগীত শোনা থেকে বিরত থাকতে হবে। অবশ্য ফেতনার আশঙ্কা না হলে ছোট ছোট মেয়ে শিশুদের কণ্ঠে শোনা নাজায়েজ নয়।

ফেতনার আশঙ্কা হলে প্রাপ্তবয়স্ক বা প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছি এমন গাইরে মাহরাম মেয়ের কণ্ঠে কোরআন শোনাও বৈধ হবে না। তবে মাহরামরা তা শ্রবণ করতে পারবে।

প্রকাশ থাকে, প্রাপ্তবয়স্ক মেয়ে বা নারীদের কণ্ঠে ধারণ করা অডিও, ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার যে রেওয়াজ এখন চালু হয়েছে, তা কোনোক্রমেই বৈধ নয়। (সুরা আহজাব, ৩২; আলজামে লিআহকামিল কোরআন, কুরতুবি ১৪/১১৬; আহকামুল কোরআন, জাস্সাস ৩/৩১৯; ফাতহুল কাদির ১/২২৭; ফাতাওয়া হিন্দিয়া ৪/১১০; রদ্দুল মুহতার ১/৪০৬)

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close