reporterঅনলাইন ডেস্ক
  ০৬ ডিসেম্বর, ২০২৪

ইসলামিক বই

রাসুল প্রেমের সওগাত

ভালোবাসার শক্তির চেয়ে বড় শক্তি আর নেই। ভালোবাসার টানেই মানুষ রাজ্য, অর্থকড়ি, সবকিছুই ছাড়তে পারে। সুতরাং এ ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়, হয় রাসুল (সা.) ও দ্বীনের জন্য তবে একজন মানুষ নিজের প্রাণ দেবে আল্লাহ এবং তার রাসুল (সা.)-এর জন্য। দ্বীনের জন্য। তাই তো হাদিসে এসেছে, পৃথিবীর সমস্ত কিছু থেকে আল্লাহ ও আল্লাহর রাসুলকে ভালোবাসতে হবে একজন মুসলিমকে। নিজের প্রাণ ও মাল অর্থকড়ি সব জিনিস থেকে।

হৃদয়ে যদি আল্লাহ ও রাসুল (সা.)-এর প্রেম প্রবেশ করে তবে তাকে দ্বীন পালন করার জন্য বলতে হবে না। নিজে থেকেই পরিপূর্ণ দ্বীন সে পালন করবে। এ ভালোবাসার টানেই পৃথিবীর সৃষ্টি। ভালোবাসার শক্তিতেই পৃথিবী চলমান। বক্ষমাণ গ্রন্থটিতে, প্রথমে আল্লাহ তার নবী মুহাম্মদ (সা.)-কে কেমন করে ভালোবেসেছেন, আল্লাহকে রাসুল (সা.) কীভাবে ভালোবেসেছেন। আর প্রেমের নবী মুহাম্মদ (সা.) তার উম্মতদের কীভাবে ভালোবাসেন, নবীর উম্মত হজরত সাহাবায়ে কেরাম থেকে বর্তমান পর্যন্ত সাহাবি, তাবেয়ি, সাধারণ মুসলমান কীভাবে কত গভীরভাবে আল্লাহর রাসুল মুহাম্মদ (সা.)-কে ভালোবেসেছেন তার একটি উপাখ্যান।

নবী প্রেমিকরা তার পূর্ণ প্রেমের ঝরনাধারায় সিক্ত হবে বইটি পড়লে। রাসুল প্রেমের তরঙ্গে সে ভাসতে থাকবে। পৌঁছে যাবে মানজিলে মাকসুদে।

গ্রন্থটি কলমের কালি দিয়ে রচনা করা হয়নি। হৃদয়ে জমাট বাঁধা প্রেমের তরঙ্গের সিক্ততার কালি দিয়ে রচনা করা হয়েছে এক একটি বাক্য ও শব্দ। তাই আপনার হৃদয়কে করবে আন্দোলিত। প্রেমের আবগাহনে সাঁতার করাতে বাধ্য করবে। আপনি মহাপ্রেমের সন্ধান পাবেন এ গ্রন্থে।

* মানজুম উমায়ের

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close