ইসলামি প্রশ্নোত্তর
উত্তর দিচ্ছেন মুফতি আবুবকর সাদী
প্রিন্সিপাল ও প্রধান মুফতি
মারকাযুল মাআরিফ আল ইসলামিয়া
ঢাকা
রইস উদ্দীন, হালিশহর, চট্টগ্রাম থেকে
প্রশ্ন. মৃত ব্যক্তির মাথার চুল আঁচড়ানো এবং নখ কাটার ব্যাপারে শরিয়তের বিধান কী? কেউ যদি ভুলে বা মাসআলা না-জানার কারণে এমনটি করে ফেলে, তবে ওই কর্তিত নখের ব্যাপারে করণীয় কী? তা কি সাধারণ ময়লার মতো ফেলে দেওয়া হবে, নাকি মৃতের কবরে দাফন করা হবে?
উত্তর : মায়্যিতের নখ, মাথার চুল বা শরীরের অন্য কোনো পশম কাটা এবং চুল দাড়ি আঁচড়ানো নাজায়েয। আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি কিছু লোককে মায়্যিতের চুল আঁচড়িয়ে দিতে দেখে আপত্তি করে বলেন, তোমরা মায়্যিতের চুল আঁচড়িয়ে দিচ্ছো কেন? (কিতাবুল আছার, আবু ইউসুফ, বর্ণনা ৩৮২)
কেউ ভুলে নখ বা চুল এগুলোর কোনোটি কেটে ফেললে কর্তিত চুল, নখগুলো মায়্যিতের কাফনের ভেতর দিয়ে দিতে হবে। কারণ, মায়্যিতের দেহের সব অংশই দাফন করা সুন্নত। (কিতাবুল আছার, ইমাম মুহাম্মাদ ১/২৪২; মুসান্নাফে ইবনে আবি শাইবাহ ৭/১৩৯, হাদিস ১১০৫৪; আলমাবসুত, সারাখসি ২/৫৯; আলমুহিতুল বুরহানি ৩/৪৯; হাশিয়াতুত তাহতাবি আলাল মারাকি, পৃ. ৩১২; আদ্দুররুল মুখতার ২/১৯৮)
"