reporterঅনলাইন ডেস্ক
  ২২ নভেম্বর, ২০২৪

সুরবিত সুগন্ধি মেলা

কী দারুণ এক অনুভূতি ও সুগন্ধি ছড়িয়ে শেষ হয়ে গেল রাজধানীর সুগন্ধিমেলা। ইউনিক আর সেরা কোয়ালিটির নামিদামি সব পণ্যের মহাসমারোহের আয়োজন করেছিলেন দেশের অভিজাত সুগন্ধি ব্যবসায়ীরা। হারামাইন স্টোরের তত্ত্বাবধানে সোবহানবাগ যেন হয়ে উঠেছিল আতরের ঘ্রাণে সুশোভিত। সুরবিত। হারামাইন স্টোরের সত্বাধিকারী জানান, আমরা বাংলাদেশের মানুষদের সুগন্ধির প্রতি আকর্ষণ সৃষ্টির জন্যই এ মেলার আয়োজন করেছি। বিশুদ্ধ সুবাসে মন আর প্রাণ রাঙিয়ে তুলতেই এ আয়োজন।

বাংলাদেশ ফ্রেগ্রেন্স মার্চেন্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সুগন্ধি মেলা শুরু হয় গত ১৪ নভেম্বর। ১৬ নভেম্বর পর্যন্ত তিন দিন চলে রাজধানীর ধানমন্ডির সোবহানবাগ মসজিদের পেছনে ভিক্টোরিয়া কনভেনশন হলে।

মেলার টাইটেল স্পন্সর হারামাইন স্টোর ও এলিট পারফিউম। বিভিন্ন প্রতিষ্ঠান এতে অংশ নেয়। ক্রেতাদের জন্য ছিল বিশেষ বিশেষ অফার। মেলার কো-স্পন্সর ছিল কিবলা, এলিট ফ্রেগরেন্স, পারফিমেন্স, হেন্স পারফিমারি, খলজিস ট্রেজারস ও ওয়াজিহ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close