আল্লামা মোবারকুল্লাহ

  ২৫ অক্টোবর, ২০২৪

লেখালেখিকে সদকা মনে করি

আলেম-ওলামাদের লেখালেখি সদকায়ে জারিয়ার কাজ বলে মনে করি। আমিও তাই মনে করেই লেখালেখি করি। আলেমদের লেখা পড়ে মানুষ সত্যের সন্ধান পায়। আলোর দিশা পায়। এই লেখাগুলো পড়ে মানুষ আমলি হয়, দ্বীনদার হয়, মুত্তাকি হয়, আল্লাহওয়ালা হয়। এ বই মানুষ যত দিন পড়বে, তত দিন লেখকের কবরে সাদকায়ে জারিয়ার সওয়াব পৌঁছাতে থাকবে। আর আলেম-ওলামারা এ জন্যই লেখেন। এটাকে সওয়াবের কাজ মনে করে লেখেন। কারণ এই লেখালেখি দিয়ে মানুষ দুনিয়াবি তেমন বেশি কোনো ফায়দা করতে পারে না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close