ড. আ ফ ম খালিদ হোসেন
২৫ অক্টোবর, ২০২৪
চেতনা বিকাশে ইসলামি বইয়ের বিকল্প নেই
ইসলামের আদর্শ ও চেতনা বিকাশে ইসলামি বইয়ের বিকল্প নেই। বই মানুষের চরিত্র ও
জীবন গঠনে ভূমিকা রাখে।
একটি আদর্শিক জীবন গঠনে ইসলামি বইয়ের ভূমিকা অপরিসীম। সেক্যুলার আবহ
থেকে ইসলামি জীবনধারায় যাতে মানুষ অভ্যস্ত হয়ে ওঠে, সে ক্ষেত্রে ইসলামি বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ছাড়া বাংলা ভাষা ও সাহিত্য এবং অনুবাদ সাহিত্যের ক্ষেত্রেও ইসলামিক ফাউন্ডেশনের বইমেলা নতুন মাত্রা যোগ
করবে। আগেকার পাঠ্যবইয়ে স্বল্প পরিসরে সাহাবায়ে কেরামদের জীবনাদর্শ সংযোজিত ছিল। কিন্তু বর্তমানে সৃজনশীল প্রকাশক ও সৃষ্টিশীল অনুবাদকের মাধ্যমে বৃহৎ কলেবরে এ জাতীয় বই প্রকাশিত হয়েছে এবং পাঠক সেগুলো সংগ্রহ করে জ্ঞানান্বেষণের সুযোগ পাচ্ছে। এটি ইসলামি ও বাংলা অনুবাদ সাহিত্য সমৃদ্ধ হচ্ছে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন