প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৭ জানুয়ারি, ২০২২

ভারতে নির্বাচনী জনসভায় সাত দিনের নিষেধাজ্ঞা

কোভিড সংক্রমণের কারণে পাঁচ রাজ্যের ভোটের প্রচারে সব ধরনের নির্বাচনী জনসভা, রোড শো, পদযাত্রা ও বাইক মিছিলের ওপর নিষেধাজ্ঞা আরো এক সপ্তাহ, অর্থাৎ ২২ জানুয়ারি পর্যন্ত জারি থাকছে। তবে পাঁচজনকে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ এবং সর্বাপেক্ষা ৩০০ জন অথবা সভাস্থলের ৫০ শতাংশ আসন ভরাট করে দলীয় সভা করা যাবে।

বিভিন্ন মহলের সঙ্গে আলোচনার পর পরিস্থিতি বিবেচনা করে ভারতের নির্বাচন কমিশন গত শনিবার এই সিদ্ধান্ত জানিয়েছে। নির্বাচন কমিশন জানায়, ২২ জানুয়ারি পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পাঁচ রাজ্যের ভোটপর্ব শুরু হচ্ছে আগামী ১০ ফেব্রুয়ারি। উত্তর প্রদেশ, উত্তরাখন্ড, পাঞ্জাব, গোয়া ও মণিপুর বিধানসভার ভোটের তফসিল ঘোষণার সময় ৮ জানুয়ারি নির্বাচন কমিশন জনসমাবেশের ওপর এই নিষেধাজ্ঞা ঘোষণা করেছিল। মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র বলেছিলেন, করোনা সংক্রমণ মাত্রাছাড়া হয়ে ওঠার কারণে ১৫ জানুয়ারি পর্যন্ত সব ধরনের বড়-ছোট নির্বাচনী জনসমাবেশ বন্ধ থাকবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close