প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৪ জানুয়ারি, ২০২২

নেদারল্যান্ডসের মন্ত্রিসভায় রেকর্ডসংখ্যক নারী

নেদারল্যান্ডসের নতুন সরকারের মন্ত্রিসভায় রেকর্ডসংখ্যক নারী সদস্য যুক্ত হতে যাচ্ছেন। জোট সরকারের মন্ত্রিসভার সদস্যরা ১০ জানুয়ারি শপথ নেবেন। মন্ত্রিসভায় যারা স্থান পেতে যাচ্ছেন, তাদের নামের তালিকা অনুযায়ী, ২৯ জন মন্ত্রী ও কনিষ্ঠ মন্ত্রীর মধ্যে ১৪ জনই নারী। ২০ মন্ত্রীর মধ্যে ১০ জনই নারী। খবর আলজাজিরার।

নেদারল্যান্ডসে গত মার্চে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের রেকর্ড ২৭১ দিন পর গত ডিসেম্বরে জোট সরকার গঠনের বিষয়ে সম্মত হয় চারটি দল। নতুন সরকার গঠনের মধ্য দিয়ে চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মার্ক রুট্টে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, তুর্কি বংশোদ্ভূত দিলান ইয়েসিলগোজ জেগেরিয়াস বিচার ও নিরাপত্তামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। ৪৩ বছর বয়সি এই নারী শৈশবে নেদারল্যান্ডসে যান। মধ্য ডানপন্থি পিপলস পার্টি ফর ফ্রিডম অ্যান্ড ডেমোক্রেসি (ভিভিডি) থেকে মনোনীত হয়েছেন তিনি। মার্ক রুট্টেও এ দলের নেতা।

বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কাজসা ওলোনগ্রেনকে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হবে।

ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক রাজনীতিবিদ ও সাবেক অর্থমন্ত্রী ওপকে হোয়েক্সট্রা হবেন নতুন পররাষ্ট্রমন্ত্রী।

নতুন অর্থমন্ত্রী হবেন সিগ্রিদ কাগ। তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী। আরবিভাষী সাবেক কূটনীতিক কাগ ২০১৫-২০১৭ সাল পর্যন্ত লেবাননে জাতিসংঘের বিশেষ সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। নেদারল্যান্ডসের নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন আরনেস্ট কুইপারস।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close