প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৪ এপ্রিল, ২০২১

সংবাদ সম্মেলনে ল্যাভরভ

আরব লীগে ফিরিয়ে নিন সিরিয়াকে

মিসর সফররত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি গত সোমবার রাজধানী কায়রোয় মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন করেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী তার মিসরীয় সমকক্ষের সঙ্গে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করার পর ওই সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। ল্যাভরভ বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে সিরিয়ার আরব লীগের সদস্যপদ ফেরত পাওয়া অত্যন্ত জরুরি।’

সিরিয়াকে ‘আরব বিশ্বের অবিচ্ছেদ্য অংশ’ হিসেবে উল্লেখ করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সিরিয়ার ভবিষ্যৎ নির্ধারণে দেশটির জনগণের অংশগ্রহণ নিয়ে সামেহ শুকরির সঙ্গে কথা বলেছি।’

২০১১ সালের গোড়ার দিকে সিরিয়া সংকট শুরু হলে সৌদি আরবের চাপে আরব লীগ সিরিয়ার সদস্যপদ স্থগিত করে। ওই সিদ্ধান্তের জের ধরে বেশির ভাগ আরব দেশ দামেস্কে তাদের দূতাবাস বন্ধ করে দিয়ে সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। তবে সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকার বিজয়ী হলে আরব দেশগুলো আবার দামেস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের তোড়জোড় শুরু করে। এ রকম পরিস্থিতিতে সিরিয়াকে আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দেওয়ার আহ্বান জানালেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। খবর পার্সটুডের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close