প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৯ মার্চ, ২০২১

বিশ্বে শনাক্ত পৌনে ১২ কোটি

মহামারি নভেল করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে। পৃথিবীতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১১ কোটি ৭৫ লাখ। মারা গেছেন ২৬ লাখ ৬ হাজার ৬১৫ জন। এ মহামারি থেকে বিশ্বব্যাপী সুস্থ হয়েছেন ৯ কোটি ৩০ লাখ ৯ হাজার ৭৯৮ জন। গত প্রায় দুই মাস ধরে দেশে দেশে করোনার টিকা প্রদান শুরু হলেও সংক্রমণ কমার লক্ষণ নেই এখনো। খবর বিবিসি ও এএফপি অনলাইনের।

গতকাল সোমবার সন্ধ্যায় ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৩৭ হাজার ৮৩৮ জনের মৃত্যু হয়েছে। বিশ্বে সর্বোচ্চ শনাক্তের সংখ্যাও এই দেশটিতে। এখন পর্যন্ত সেখানে ২ কোটি ৯৬ লাখ ৯৬ হাজার ২৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। দেশটিতে করোনা থেকে সুস্থ হয়েছেন ২ কোটি ৩ লাখ ৩৬ হাজার ৬৫৬ জন।

করোনা শনাক্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ১২ লাখ ২৯ হাজার ২৭১ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৮৯০ জনের। মৃত্যু বিবেচনায় দেশটি বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে। ভারতে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ কোটি ৮ লাখ ৮০ হাজার ৮৮০ জন।

করোনাভাইরাসে শনাক্তের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার এই দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ১০ লাখ ১৯ হাজার ৩৪৪ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ৬৫ হাজার ৫০০ জনের। মৃত্যুর দিক থেকে দেশটি বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে। ব্রাজিলে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৭ লাখ ৫৭ হাজার ১৭৮ জন।

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ লাখ ২২ হাজার ৭৭৬ জন। মারা গেছেন ৮৯ হাজার ৯৪ জন। আর সুস্থ হয়েছেন ৩৯ লাখ ১১ হাজার ৯২৪ জন। আক্রান্ত বিবেচনায় পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪২ লাখ ১৮ হাজার ৫২০ জন। মারা গেছেন ১ লাখ ২৪ হাজার ৫০১ জন। সুস্থ হয়েছেন ৩১ লাখ ৯৯ হাজার ৫৬৫ জন। তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম ও জার্মানি দশম স্থানে রয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। পরে ধীরে ধীরে তা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close